ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
জাবিতে শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবি ও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক ফের অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ কিছুক্ষণের জন্য শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলেও ফের অবরোধ করে তারা। 

সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার ব্যানারে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।

ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশ করে।

এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।  

আন্দোলনকারীরা পরে মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরনের স্লোগান দিতে থাকে। মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথচারীদের হেঁটে চলাচল করতে দেখা যায়। কিছুক্ষণের জন্য পুলিশ নিয়ন্ত্রণ নিলেও ফের মহাসড়ক দখলে নিয়েছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও অবরোধ প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আলম চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শিক্ষার্থীদের উপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকার নাইন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেও শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে পারিনি।  

আরও পড়ুন

**জাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে, আহত ৩০
** ফের শাহবাগে বিক্ষোভের ঘোষণা আন্দোলনরতদের
** কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ঢাবি শিক্ষার্থীদের
** হত্যার উদ্দেশ্যে ‘প্রশিক্ষিত গোষ্ঠীর’ হামলা: ঢাবি ভিসি
** ঢাবি-শাহবাগে স্বাভাবিক যান চলাচল
** টিএসসি থেকে দোয়েলচত্বরে আন্দোলনকারীরা, টিয়ারশেল নিক্ষেপ
** হামলাকারীরা ছাত্র হতে পারে না, বহিরাগত: ঢাবি ভিসি
** আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান
** স্লোগান মুখর শাহবাগ-টিএসসি, পুলিশের টিয়ারশেল
** শাহবাগে থেমে থেমে সংঘর্ষ, টিয়ারশেল-রাবার বুলেটে আহত ৩০
** সব বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
** শাহবাগে কাঁদানে গ্যাস: প্রতিবাদে মহাসড়ক অবরোধ খুলনায়
** কোটা সংস্কার দাবি: আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস
** সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলন
** আন্দোলনকারীদের ফুল উপেক্ষা করে সরিয়ে দিচ্ছে পুলিশ
** কোটা পদ্ধতির সংস্কার চেয়ে শাহবাগে অবরোধ
** কোটা পদ্ধতির সংস্কার চেয়ে শিক্ষার্থীদের গণপদযাত্রা
***
কোটা সংস্কার দাবি আন্দোলন রাবি-চবি-ইবি-শাবি-কুবি-ববিতেও
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘন্টা, এপ্রিল ৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।