ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতে কুমিল্লায় অনুপস্থিত ১০১৯, বহিষ্কার ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
এইচএসসিতে কুমিল্লায় অনুপস্থিত ১০১৯, বহিষ্কার ৪ 

কুমিল্লা: কুমিল্লা বোর্ডের অধীনে ছয় জেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৯ পরীক্ষার্থী। এছাড়া অসুদপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী ও দুই পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র জানায়, কুমিল্লায় ৩১১, ফেনীতে ১২৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬৩, চাঁদপুরে ৯০, নোয়াখালীতে ২৫৪, লক্ষ্মীপুরে ৭৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

এর আগে, সোমবার (০২ এপ্রিল) বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩১১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও লক্ষ্মীপুর দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। দায়িত্ব অবহেলার জন্য কুমিল্লার লালমাইয়ে দুই পরিদর্শককে বহিষ্কার করাও হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।