ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির সেই শিক্ষককে অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
ঢাবির সেই শিক্ষককে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোরশেদ হাসান খানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইতিহাস বিকৃতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মোরশেদ হাসান খানকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি আগামী সিন্ডিকেট বৈঠকে তোলা হবে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি জাতীয় দৈনিকে ‘জ্যোতিমর্য় জিয়া’ শিরোনামে এক নিবন্ধন প্রকাশিত হয়। সেই নিবন্ধে অধ্যাপক মোরশেদ হাসান খানের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননা ও ইতিহাস বিকৃতির অভিযোগ আনা হয়। এ ঘটনায় ছাত্রলীগে ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।