ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভারতে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্সের সুযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
ভারতে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্সের সুযোগ

ঢাকা: ভারতে ২০১৮-১৯ সেশনে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ভারতের উত্তরখণ্ডের দেরাদুনে অবস্থিত ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউটে যোগ্য বাংলাদেশি নাগরিকরা সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য সুযোগ পাবেন।

ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউটে দুই বছর মেয়াদী ফরেস্ট্রি, উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ও সেলুলোজ অ্যান্ড পেপার টেকনোলজিতে মাস্টার্স করা যাবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কোর্সগুলি করার জন্য দক্ষিণ এশীয় দেশ থেকে প্রতি বছর ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে।

ভর্তি এবং বৃত্তি সংক্রান্ত তথ্য ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এ বিষয়ে আরও জানা যাবে (www.fridu.edu.in) ওয়েবসাইটে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

এ বিষয়ে আরও জানতে যোগাযোগের ঠিকানা: শিক্ষা শাখা, ভারতীয় হাইকমিশন, হাউস নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা।

ফোন নম্বর: ৫৫০৬৭৩০-৩০৮ 
ই-মেইল: [email protected]

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।