ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ওএসডি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ওএসডি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়া ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক

রংপুর: দুর্নীতির অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
 

মঙ্গলবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে  নিশ্চিত করেছে উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক।



বিভিন্ন সূত্র অনুযায়ী, সম্প্রতি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবি তুলে শিক্ষক শিক্ষার্থী-শিক্ষার্থী ও কর্মচারীরা। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালাও ঝুলানো হয়েছিল। এ নিয়ে কলেজে অনেকটা অচলাবস্থা দেখা দেয়। স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। অব্যাহত আন্দোলনের মুখে গত মাসে মাউশির পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটির তদন্তের পর সুপারিশের ভিত্তিতে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়ার ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাককে শিক্ষা অধিদফতরের ডিজি অফিসে ওএসডি করে রাখা হয়েছে।

এ বিষয়ে ড. আব্দুল লতিফ মিয়ার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।