ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভেটেনারিয়ানদের মাঠভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ভেটেনারিয়ানদের মাঠভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে ভেটেনারিয়ানদের মাঠভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে

বাকৃবি (ময়মনসিংহ): দেশে ভেটেনারিয়ানদের যে পাঠ্যক্রমে শিক্ষাদান করা হয় তা মাঠ পর্যায়ে খুবই কম কাজে লাগে। এ কারণে ভেটেনারিয়ানদের জন্য সময়োপযোগী ও মাঠভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশের ভবিষ্যৎ ভেটেরিনারি শিক্ষা শীর্ষক দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাস এসব কথা বলেন।

শনিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্স (বিএসভিইআর) ২৪তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসভিইআর’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন-বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল। এছাড়াও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাস, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।