ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

তপ্ত রোদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনছে শিক্ষার্থীরা

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
তপ্ত রোদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনছে শিক্ষার্থীরা রোদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনছে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ফেনী: তখন দুপুর ১২টা, তপ্ত রোদ মাথার উপর। তবুও অধীর আগ্রহে শিক্ষার্থীরা অপেক্ষা করছে মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য।

শনিবার (২৪ মার্চ) ফেনী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের গল্প শোনার এ ব্যতিক্রমী আয়োজন করা হয় ।

এ সময় শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্প শোনান মুক্তিযুদ্ধকালীন দুই নম্বর সেক্টরের ত্রিপুরার শান্তিবাজার ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চিফ এবং স্কুলের সাবেক শিক্ষার্থী মোস্তফা হোসেন ভূঁইয়া।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্কুল কমিটির সভাপতি আশ্রাফুল আলম গিটারের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীম, সাংবাদিক যতন মজুমদার, নজির আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, প্রাথমিকের প্রধান শিক্ষক কাজী ওয়াজী উল্লাহ প্রমুখ।

মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযোদ্ধা স্কুলের সাবেক শিক্ষার্থী মোস্তফা হোসেন ভূঁইয়া বলেন, যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে চায় তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ইতিহাসই জানেনা। তৎকালীন সময়ে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র সংঘ আমাদের মা-বোনদের উপর অত্যাচার ও সম্পদ লুন্ঠন করেছিল। আজও সেই রাজাকারা বাংলাদেশে বিরাজ করছে মুক্তিযুদ্ধ এবং দেশের উন্নয়নের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছেন। বর্তমান প্রজন্মকে তৈরি থাকতে হবে যাতে রাজাকারদেরকে প্রতিহত করতে হবে। জয় বাংলা স্লোগান দিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। মনে রাখতে হবে ‘জয়বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটি এখনো মুক্তিযুদ্ধের স্লোগান কোনো রাজনৈতিক স্লোগান নয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।