ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিল, কর্মসূচি ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিল, কর্মসূচি ঘোষণা কোটা সংস্কারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-ছবি-দেলোয়ার হোসেন বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে কোটা সংস্কার, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (১৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হয়।

এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, কোটা সংস্কারের দাবিতে আগামী ২৫ মার্চ  পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান হবে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এবং ২৯ মার্চ বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে নাগরিক সমাবেশ।  

গত ১৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা৷ তাদের দাবিগুলো হলো-কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।
 
এ নিয়ে ১৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ