ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

মামলা প্রত্যাহার চান আন্দোলনকারী শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
মামলা প্রত্যাহার চান আন্দোলনকারী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কারে ৫ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুখ সংবাদ সম্মেলনে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। অথচ পুলিশ আমাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের কথা বলে মামলা করে। পুলিশের করা ওই মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।

পুলিশের টিয়ারশেলে তাদের ১৫ জনের মতো আহত এবং অর্ধশতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামী রোববার (২৮ মার্চ) সকাল ১০টায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ