ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইউআইটিএসের সমাবর্তনে আসছেন শিব খেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ইউআইটিএসের সমাবর্তনে আসছেন শিব খেরা সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঢাকা: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে সোমবার (১৯ মার্চ)। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য মোটিভেশনাল স্পিকার শিব খেরা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, এবারের সমাবর্তনে স্কুল অব বিজনেসের ৪ হাজার ৭৮ জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ৩ হাজার ৭৮৫ ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ৯৭৪ জনসহ মোট ৮ হাজার ৮৩৭ জন গ্রাজুয়েটকে সনদ দেওয়া হবে।

যাদের মধ্যে পাঁচজনকে চ্যান্সেলর গোল্ড মেডেলসহ মোট ২৮ জনকে গোল্ড মেডেল দেওয়া হবে।

উপাচার্য বলেন, বিগত দু’টি সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম ও আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন ড. মাহাথির বিন মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশে তাদের জ্ঞানগর্ভ বক্তব্য দেন। কিন্তু এবার আসছেন বিশ্ববরেণ্য মোটিভেশনাল স্পিকার শিব খেরা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মাজহারুল হক, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. আরিফাতুল কিবরিয়া, স্কুল অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. সিরাজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ