ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির দুই অনুষদের নতুন ডিন রাশেদা-বশির

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
জাবির দুই অনুষদের নতুন ডিন রাশেদা-বশির অধ্যাপক রাশেদ আখতার ও অধ্যাপক বশির আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে অধ্যাপক রাশেদা আখতারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়ার কারণ হিসেবে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন ২০১৭ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ করা হলো।

অন্যদিকে আরেক অফিস আদেশে অধ্যাপক বশির আহমেদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক ২০১৭ সালের ১০ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সরকারও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ