ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষক সমিতির গণস্বাক্ষর কর্মসূচি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
শাবিপ্রবিতে শিক্ষক সমিতির গণস্বাক্ষর কর্মসূচি গণস্বাক্ষর কর্মসূচি। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

দুপুর ১টায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক জহির উদ্দীন আহমেদ প্রমুখ।

পরে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা লাইব্রেরির সামনে টাঙানো ব্যানারে ‘প্রিয় স্যার ফিরে আসুন, আমাদের শৈশবকে রঙিন করে দেওয়া প্রিয় জাফর স্যার, জঙ্গিবাদ নিপাত যাক, মৌলবাদের ঠিকানা, শাবি ক্যাম্পাসে হবে না ইত্যাদি মন্তব্য লিখেন।

এর আগে শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।