ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে স্নাতকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
কুবিতে স্নাতকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (০৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এ ফল ঘোষণা করা হয়।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এ পাওয়া যাচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’, ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৪ হাজার ৮০৯জন শিক্ষার্থী।

এর মধ্যে পাশ করা ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দ্রুত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।