ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাউবি’র এইচএসসি পরীক্ষা শুক্রবার ‌থেকে শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
বাউবি’র এইচএসসি পরীক্ষা শুক্রবার ‌থেকে শুরু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুক্রবার (২ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (১ মার্চ) বাউবি’র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হ‌য়।

এতে বলা হ‌য়, সারাদেশে ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় অনু‌ষ্ঠিত হবে।

এ পরীক্ষায় এক লাখ ৭৩ হাজার ৪শ ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এক লাখ এক হাজার ১শ ৪২ জন ছাত্র এবং ৭২ হাজার ৩শ ৯ জন ছাত্রী।  

প্রতি শুক্রবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে পরীক্ষা শেষ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ 
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।