ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক মুটকোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট দ্বিতীয়

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আন্তর্জাতিক মুটকোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট দ্বিতীয়

ঢাকা: আইএনটিএ এশিয়া প্যাসিফিক মুটকোর্ট (ছায়া আদালত) প্রতিযোগিতায় বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দ্বিতীয় হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক অ্যাসোসিয়েশন (আইএনটিএ)’ ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের যৌথ উদ্যোগে গত ২২- ২৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।  

প্রতিযোগিতার লিখিত পর্বের উপর ভিত্তি করে বিশ্বের মোট ২৪টি বিশ্ববিদ্যালয়কে প্রতিযোগিতার মৌখিক পর্বে শুনানির জন্য মনোনীত হয়।

মৌখিক পর্বে ভারতীয় মুটকোর্ট দল শ্রেষ্ঠ দলের খেতাব অর্জন করে। বাংলাদেশের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট দল ‘দ্বিতীয় শ্রেষ্ঠ দক্ষিণ এশীয় মুট টিম’ হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ই হলো একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যারা এ প্রতিযোগিতার লিখিত পর্বে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুট টিমের সদস্যরা হলেন: জান্নাতুল শরীয়াত দিশা (মুটার), ইসরাত জাহান সিদ্দিকী (মুটার), প্রভাষক মো: পিজুয়ার হোসেন (সহযোগী কোচ) এবং অধ্যাপক তুরিন আফরোজ (কোচ)।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।