ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বিসিএসসহ সব চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন দাবি পেশ করেন।

দাবিসমূহ হলো- কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসতে হবে। কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে নিয়োগ দিতে হবে। চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার বন্ধ করতে হবে। কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা নেয়া যাবে না। চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কৃষিবিদ আমিনুর রহমান অমিত, হুজ্জাতুল ইসলাম, কামরুল হাসান কামু, আশরাফুল আলম, হাতেম আলী, মেহেদি হাসান রাতুল, মাহমুদুর রহমান, খান আসিফ তপু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা কিংবা নারী কোটা এগুলো বিষয় নয়, প্রধান দাবি একটাই কোটা সংস্কার করতে হবে। তরুণ সমাজের দাবির প্রেক্ষিতে শতকরা ৫৬ ভাগ কোটা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বিষয় নয়। বেকারদের প্রতি, দেশের জনগণের প্রতি সুফলতা বয়ে আনার লক্ষ্যেই আমাদের কোটা সংস্কার আন্দোলন চালাতে হবে। তাই এখানে আমাদের পরিচয় কোনো রাজনৈতিক আদর্শের ওপর নয়। আমাদের পরিচয় হবে কোটা সংস্কারের পক্ষে থাকা যুব সমাজের প্রতিনিধি হিসেবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।