ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

মাধবপুরে নকলের অভিযোগে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
মাধবপুরে নকলের অভিযোগে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দু’জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। তাদের নাম জানা যায়নি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুকলেছুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দাখিলের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে ওই ছাত্র-ছাত্রীরা বাহির থেকে বইয়ের পাতা নিয়ে এসে নকল করছিল। এসময় ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্র সচিব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম তাদের হাতে-নাতে ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করা হয়।

যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বহিষ্কৃত পাঁচ ছাত্র-ছাত্রী পৃথক কক্ষ থেকে পরীক্ষায় অংশ নেয়। নকলসহ হাতে-নাতে আটক হওয়ার পর তাদের বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।