ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে ‘অফিসার্স স্পোর্টস ডে’ অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
কুবিতে ‘অফিসার্স স্পোর্টস ডে’ অনুষ্ঠিত কুবিতে ‘অফিসার্স স্পোর্টস ডে’ অনুষ্ঠিত

কুবি: ‘নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন, পরিমিত আহার করুন, সুস্থ্য থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘অফিসার্স স্পোর্টস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় র‌্যালির মাধ্যমে এ স্পোর্টস ডে’র উদ্বোধন করা হয়। কুবি অফিসার্স অ্যাসোসিয়েশন এ খেলার আয়োজন করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ স্পোর্টস ডে’র আয়োজনে ছিলো পুরুষ কর্মকর্তাদের জন্য ব্যাডমিন্টন, ভলিবল এবং মহিলা কর্মকর্তাদের জন্য পিলো চেয়ার ইভেন্টসহ অন্যান্য স্পোর্টস।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।