ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভূঞাপুরে প্রশ্নফাঁসের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ভূঞাপুরে প্রশ্নফাঁসের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার হলে ঢোকার আগেই চারজন শিক্ষার্থীকে বহিষ্কার ও বহিরাগত একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বাইরে থেকে তাদের বহিষ্কার ও আটক করা হয়।

আটক সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে।

তবে প্রশ্নফাঁসের মূলহোতা পাপ্পুকে আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ বাংলানিউজকে জানান, ভূঞাপুর পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন শিক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনে প্রশ্ন দেখছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চার শিক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়। পরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সিজেন খানকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে প্রশ্নফাঁসের মূলহোতা পাপ্পুকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।