ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ৪র্থ বিরুনী আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ঢাবিতে ৪র্থ বিরুনী আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) অনুষ্ঠেয় চতুর্থ বিরুনী আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ১৯ থেকে ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আবু রায়হান বিরুনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানান।  

আল-বিরুনীর ৯৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করছে আবু রায়হান বিরুনী ফাউন্ডেশন।



সম্মেলনের সহযোগিতায় রয়েছে তেহরানের পেয়াম নূর বিশ্ববিদ্যালয়। এর মূল বিষয়বস্তু বৈজ্ঞানিক, দার্শনিক, সাংস্কৃতিক ও সমাজবিজ্ঞানীর প্রতীক হিসেবে বিরুনী; ইন্দো-ইরানীয় সম্পর্ক: ইতিহাস, সংস্কৃতি, ভাষা, সাহিত্য ও স্থাপত্যে।

সম্মেলনে উত্থপিত গবেষণা প্রবন্ধগুলো ৩৫০ থেকে ৪০০ শব্দের হতে হবে। জমা দিতে হবে ২৮ ফেব্রুরায়ির মধ্যে। প্রবন্ধ যাচাই-বাছাই করে সম্মলেনর জন্য গৃহীত হবে ১০ মার্চ।

বিস্তারিত তথ্যের জন্য নিচের ওয়েবসাইটি ভিজিট করুন: http://www.arbfbd.org/?page_id=1104

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।