ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে ২ শিক্ষক আটক, বহিষ্কার ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
গাজীপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে ২ শিক্ষক আটক, বহিষ্কার ৯

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াগাঁও ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনায় দুই শিক্ষককে আটক ও নয় ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।  

আটক দুই শিক্ষক হলেন- চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিব কুমার দেবনাথ ও জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন বাংলানিউজকে জানান, দায়িত্বে অবহেলার জন্য নোয়াগাঁও ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে আটক করা হয়। পরে এ বছরের পরীক্ষা থেকে তিন ছাত্রকে বহিষ্কার এবং ছয় ছাত্রকে শুধু গণিত পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।