ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিংড়ায় নকল করার দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
সিংড়ায় নকল করার দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

নাটোর: নাটোরের সিংড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার দায়ে দু’টি পরীক্ষা কেন্দ্র থেকে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার তাদের বহিষ্কার করেন।
 
ইউএনও সন্দীপ কুমার বাংলানিউজকে বলেন, পরীক্ষা চলাকালীন পৌর শহরের শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের তিন পরীক্ষার্থী ও আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের অধীনে দু’জন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনকালে হাতে-নাতে ধরা পড়ে।

পরে ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।