ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৩২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বরিশালে বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৩২৩

বরিশাল: বরিশালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ৩২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষায় বরগুনায় ১, ভোলায় ১ ও বরিশালে ২ জনসহ মোট ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

বোর্ড সূত্রে জানা যায়, অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৫৩, বরগুনায় ৪৩, পটুয়াখালীতে ৬৪, পিরোজপুরে ২৯, ঝালকাঠিতে ৩৫ ও বরিশালে ৯৯ জন।

এরফলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

গত বছর অনুপস্থিতির সংখ্যা কম থাকলেও বহিষ্কারের সংখ্যা বেশি ছিলো। গত বছর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩০৯ জন এবং বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ জন।  

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় ১ লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী রয়েছেন। ১ হাজার ৪২৬টি বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা বিভাগের ৬ জেলার মোট ১৭২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।  

মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী। যাদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিত পরীক্ষার্থী। এছাড়াও জিপিএ উন্নয়নে ৮৩ জন এবং অনিয়মিত ১৮ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।