ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভাষা সৈনিক মতিন স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ভাষা সৈনিক মতিন স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে আব্দুল মতিন স্মৃতি পরিষদ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের জাতীয় জীবনে ভাষা সৈনিকদের অবদান কোনো দিন ভোলার নয়।

মানুষের মাঝে ভাষা সৈনিকদের বাঁচিয়ে রাখতে আব্দুল মতিন স্মৃতি পরিষদের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।                                          ছবি: বাংলানিউজএকই অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এ ভাষা আন্দোলনে আব্দুল মতিনের ভূমিকা অনস্বীকার্য। যে উদ্দেশ্যে ভাষা আন্দোলন হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। বৈদেশিক বিষয় ব্যতীত দেশের সব সরকারি কার্যক্রমে বাংলার অধিক প্রচলন করতে হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুশফিকুর রহমান উৎস বাংলানিউজকে বলেন, আমি ভাষা আন্দোলন দেখিনি। তবে তাদের গল্প শুনে মন থেকে তাদের শ্রদ্ধা করি। আর তাই যখনই শুনলাম একজন ভাষা সৈনিকের স্মরণে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, তখনই ছুটে আসলাম। ছবির মাধ্যমে আমি ভাষা সৈনিকদের স্মরণ করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সংগ্রামী কামাল লোহানী, ভাষা সৈনিক আব্দুল মতিনের সহধর্মিনী গুলবদন নেসা মনিকা, সাংবাদিক মমতাজুল করিম, বাংলাদেশ বেতার টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।