ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ইবিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার ফল প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোটায় ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় মোট আসনের পাঁচ শতাংশ অর্থাৎ ১১৪টি আসনের বিপরীতে ১৬৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

১৭ জানুয়ারি কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকার শেষে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধার সনদ যাচাই বাছাই এবং বিভাগীয় শর্ত পূরণ শেষে ১০৭ জন শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় থাকা শিক্ষার্থীদের ৫ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির নির্দেশ দেয়া হয়েছে।

কোটায় ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রণয়নকৃত সব শর্ত পূরণের ভিত্তিতে প্রাথমিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়াবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী সব কাগজপত্র নিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির নির্দেশ দিয়েছি আমরা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।