ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা পরীক্ষাকেন্দ্র। ছবি: আবু বকর

সিলেট: সারাদেশের মতো সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা অবাদ, সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা চলছে।

প্রতিটি কেন্দ্রে একজন সরকারি কর্মকর্তা নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটরাও পরীক্ষাকেন্দ্রগুলোতে যাচ্ছেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ তারা চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, বোর্ডের চার জেলায় দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভাল। শিক্ষার্থীরাও আধাঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে এসেছে।

তিনি বলেন, বোর্ডের উদ্যোগে এবার চারটি শক্তিশালী ভিজিল্যান্স টিম করা হয়েছে। সেসঙ্গে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের দিয়ে ৬০টি পরিদর্শন টিম করা হয়েছে। টিমের সদস্যরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন। ইতোমধ্যে তিনিও চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কোনো ছিটেফোঁটোও থাকবে না, দাবি করেন তিনি।

সিলেট শিক্ষাবোর্ডের সচিব মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসিতে ১ লাখ ৯ হাজার ২৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ৮৯২ শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন জানায় বোর্ড সূত্র।

পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে ৪৭ হাজার ৯৫৩ এবং ছেলে ৬১ হাজার ২৯৩ জন। এবার নিয়মিত ৯৩ হাজার ৯ ও অনিয়মিত ১৬ হাজার ২০৬ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ৯৪ জন। এবার কেন্দ্র বেড়েছে ১২টি ও শিক্ষা-প্রতিষ্ঠান ৮০টি। ২০১৭ সালে এসএসসিতে কেন্দ্র ছিল ১১৯ টি, শিক্ষা-প্রতিষ্ঠান ৮১২ টি এবং পরীক্ষার্থী ছিলো ৯৪ হাজার ১৫২ জন।

সিলেট শিক্ষাবোর্ড দেওয়া তথ্য মতে,  এসএসসিতে সিলেট জেলায় ৩৪৩ শিক্ষা-প্রতিষ্ঠানের ৩৮ হাজার ৭০৪ জন শিক্ষার্থী ৫০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

হবিগঞ্জে ১৫৯ শিক্ষা-প্রতিষ্ঠানের ২২ হাজার ৪০৪ পরীক্ষায় ২৯টি কেন্দ্রে, মৌলভীবাজারে ১৪৮ শিক্ষা-প্রতিষ্ঠানের ২৪ হাজার ৫৬১ শিক্ষার্থী ২৩ কেন্দ্রে এবং সুনামগঞ্জে ২০৬ শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ হাজার ৫৭৭ শিক্ষার্থী ২৯ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।