ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কড়া সতর্কতায় খুলনায় চলছে এসএসসি পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
কড়া সতর্কতায় খুলনায় চলছে এসএসসি পরীক্ষা খুলনা জিলা স্কুল কেন্দ্রে চলছে এসএসসি পরীক্ষা। ছবি: বাংলানিউজ

খুলনা: কঠোর সতর্কতার মধ্য দিয়ে সারাদেশের মতো খুলনায়ও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রশ্নফাঁস রোধে সরকারের কড়া অবস্থানের মধ্যে এ পরীক্ষা চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।  

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৮৪৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ৫৮৯ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ২৪৯ জন। এ শিক্ষার্থীরা খুলনার মোট ৮৪টি কেন্দ্র পরীক্ষা দিচ্ছে। ৮৪টি কেন্দ্রের মধ্যে এসএসসির ৫৩টি, দাখিলের ১৩টি ও এএসসি ভোকেশনালের ১৮টি কেন্দ্র রয়েছে।  

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইটিসি) মো. নূর-ই-আলম বাংলানিউজকে বলেন, প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।