ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে কর্মকর্তা সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
শাবিপ্রবিতে কর্মকর্তা সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা খোন্দকার মমিনুল হক ও শাহীন আহম্মদ চৌধুরী।

সিলেট(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসেসিয়েশনে'র নির্বাচনে আওয়ামীপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থীরা।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খোন্দকার মমিনুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন আহম্মদ চৌধুরী।

এছাড়া সহ-সভাপতি পদে এএসএম খায়রুল অাখতার চৌধুরী, সহ-সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সদস্য পদে আনম জয়নাল আবেদীন (১৪৬), মুজিবুর রহমান (১২৫), জয়নাল ইসলাম চৌধুরী (১২৭),  মোহাম্মদ মুর্শেদ আহমদ (১২৩) এবং মোহাম্মদ সায়েম তালুকদার (১২২) এবং ছলিম মোহাম্মদ আবদুল কাদির (১১৭)।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।