ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

৫২৮টি মাধ্যমিক স্কুলে চলছে খুদে মন্ত্রিসভা নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
৫২৮টি মাধ্যমিক স্কুলে চলছে খুদে মন্ত্রিসভা নির্বাচন স্কুলে খুদে মন্ত্রিসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছবি: অনিক খান

ময়মনসিংহ: আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষা নগরী ময়মনসিংহের ৫২৮টি মাধ্যমিক স্কুলে খুদে মন্ত্রিসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত।

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তারা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন করেন।

এ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগামী এক বছরের জন্য আটজন প্রতিনিধি নির্বাচিত হবেন।

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জাতীয় নির্বাচনের আদলেই উৎসাহ নিয়েই শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা এ নির্বাচন উপভোগ করছে। তাদের ভোটেই প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। তাদের মধ্যে একজন হবেন দলনেতা। বাকি সাতজন থাকবেন সদস্য। নির্বাচিত প্রতিনিধিরা স্কুলের পরিবেশ উন্নয়নে কাজ করবে।

তিনি জানান, সোমবার (২৯ জানুয়ারি) জেলার ৩৮৮টি দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা জানুয়ারি ২৭, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।