ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন প্রজন্মকে গণতন্ত্রমনা করে গড়ে তুলতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
নতুন প্রজন্মকে গণতন্ত্রমনা করে গড়ে তুলতে হবে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন/ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন প্রজন্মকে গণতন্ত্রমনা করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

এ জন্য শিক্ষকদের ভূমিকা অনেক। পাশাপাশি এ নিবার্চনের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে নিবার্চন হয় না। সেই ধারা বদলাতে আমাদের এ কাযর্রক্রম।

তিনি আরও বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। দেশ মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে দেশের শান্তি ফিরিয়ে এনেছি আমরা। বতর্মানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

এসময় মাদরাসা ও কারিগরি শিক্ষা বোডের্র সচিব মো. আলমগীর, বিদ্যালয়ের সভাপতি শেখ রইসুল আলম ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এসজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।