ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কিশোরী ধর্ষণের ঘটনায় শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কিশোরী ধর্ষণের ঘটনায় শাবিপ্রবিতে বিক্ষোভ শাবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল

সিলেট (শাবিপ্রবি): বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণ ও তার বোনকে যৌন হয়রানি ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট’।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শোভন চাকমার সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি পরেশ চাকমা, সৌরভ সংলাপ চাকমা, প্রমেশ্বর খুরাইজম, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি তুহিন ত্রিপুরা প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, নিরাপত্তা রক্ষার অজুহাতে মারমা কিশোরীকে ধর্ষণ ও তার বোনকে যৌন হয়রানি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বানও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।