ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
ঢাবিতে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন চলছে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আগামী ২১ জানুয়ারি (রোববার) সব কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ভোট কেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।