ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ডিএনসিসি নির্বাচন না হলে আগের রুটিনেই এসএসসি পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
ডিএনসিসি নির্বাচন না হলে আগের রুটিনেই এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন না হলে তারিখ পরিবর্তন হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগের রুটিনেই অনুষ্ঠিত হবে।  

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএনসিসির মেয়র ও নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে উপ নির্বাচন না হলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। সে কারণে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পেছানো হয়। কিন্তু বুধবার (১৭ জানুয়ারি) উচ্চ আদালত নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করায় আগের রুটিনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।  

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ