ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্রী নিপীড়নের বিচার দাবিতে ঢাবি প্রক্টর অফিস ঘেরাও

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
ছাত্রী নিপীড়নের বিচার দাবিতে ঢাবি প্রক্টর অফিস ঘেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় ঘেরাও, কলাপসিবল গেইট ভেঙে ভেতরে প্রবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের অধিভূক্তি বাতিলের আন্দোলনে ছাত্রীদের ওপর ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। তারপর থেকে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

একই দাবিতে ছাত্র ইউনিয়ন একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তাদের দেখে প্রক্টর কার্যালয়ের কলাপসিবল গেইট বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা গেইট ভেঙে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে তার কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় ঘেরাও
এ সময় তারা তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক আল-আমিন রহমানের বহিষ্কার, ছাত্রী নিপীড়নের বিচার ও আন্দোলনের সমন্বয়ক  মশিউরকে কেনো পুলিশে দেওয়া হলো এর কারণ স্পষ্ট করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে আধাঘণ্টা সময় চেয়ে জানান, এ বিষয়ে তিনি উপার্চাযের সঙ্গে কথা বলবেন।

তবে এখনো আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ