ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

সোপর্দের ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন ঢাবি ছাত্র সাদিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সোপর্দের ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন ঢাবি ছাত্র সাদিক মশিউর রহমান সাদিক (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক মশিউর রহমান সাদিককে সোপর্দের ২৪ ঘণ্টার পর ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সাদিককে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) আন্দোলন চলাকালে তাকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তারপর সাদিককে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়।

এরপর রাত ৯টার দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নিশ্চিত করেন। কিন্তু শাহবাগ থানা থেকে তাকে সোপর্দ করার কথা স্বীকার করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

**ঢাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ককে থানায় সোপর্দ

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ