ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ইবি শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী-২০১৮ সালের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

এসময় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করেন সদ্যবিদায়ী কমিটির সদস্যারা এবং সদ্যবিদায়ী কমিটিকে ক্রেস্ট দেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সঞ্চালনায় দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক অনুষদের ডীন অধ্যাপক ড. নেছার উদ্দীন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

গত ১৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিএনপি জামায়াতপন্থী প্যানেল জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।