ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিসি ক্যামেরার আওতায় বাকৃবি ক্যাম্পাস

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
সিসি ক্যামেরার আওতায় বাকৃবি ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় বাকৃবি ক্যাম্পাস

বাকৃবি (ময়মনসিংহ): নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬২টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে।

শনিবার (০৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সিসি টিভি ক্যামেরা মনিটরিং রুমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর কার্যালয়ে আরো দুটি মনিটরিং রুম বসানো হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আজহারুল হক, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ্ আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।