ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন শুরু শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ঢাবি সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন শুরু শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচন ৬ জানুয়ারি (শনিবার) শুরু হবে।

শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বেলা ১টা পর্যন্ত।

পরবর্তীতে ১৩ জানুয়ারি ও ১৬ জানুয়ারি ঢাকার বাইরে এবং ২০ জানুয়ারি ঢাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটদানপত্র নেওয়ার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের কাছে দিতে হবে।

ভোট কেন্দ্রগুলো হলো- (১) শেরপুর সরকারি কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা (৩) শরিয়তপুর সরকারি কলেজ, শরিয়তপুর, (৪) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) আগৈলঝরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, বরিশাল (৭) সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৮) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৯) ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি (১০) পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী (১১) বাউফল সরকারি কলেজ, পটুয়াখালী (১২) ভোলা সরকারি কলেজ, ভোলা (১৩) লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, লক্ষ্মীপুর (১৪) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৫) ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা (১৬) চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারি মাইকেল মধুসূধন কলেজ, যশোর (২২) সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল (২৩) সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৬) সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া (২৭) সরকারি কারমাইকেল কলেজ, রংপুর এবং (২৮) সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা।

আগামী ২১ জানুয়ারি সব কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।