ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
গাজীপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বই বিতরণ উৎসব উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার ইয়াসির আরেফিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৫ লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে পঁচিশ লাখ ৯৮ হাজার বই বিতরণ করা হয়। এছাড়া রানী বিলাস মণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক।

এদিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক সরকার প্রমুখ।

পরে জেলা প্রশাসক ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে নতুন বই বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ