ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে পিইসি ও ইবতেদায়িতে পাসের হারে মেয়েরা এগিয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বরিশালে পিইসি ও ইবতেদায়িতে পাসের হারে মেয়েরা এগিয়ে

বরিশাল: বরিশাল জেলায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। 

তবে জিপিএ-৫ এর দিক দিয়ে প্রাথমিকে মেয়েরা এগিয়ে থাকলেও, ইবতেদায়িতে এগিয়ে রয়েছে ছেলেরা।  

বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ্।

 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যমতে, প্রাথমিক সমাপনীতে বরিশাল জেলায় মোট ৪৮ হাজার ৭১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৫৯ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৭২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৫৩। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১১৬ জন ছাত্রী এবং ১ হাজার ২৩৭ জন ছাত্র।  

পাসের দিক দিয়ে এগিয়ে মেয়েরা। মেয়েরা পাস করেছে ৯৭ দশমিক ৬৬ শতাংশ এবং ছেলেরা পাস করেছে ৯৬ দশমিক ৫৯ শতাংশ।  
 
এদিকে ইবতেদায়ি শিক্ষায় বরিশাল জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৩১, যার মধ্যে সব বিষয়ে অংশ নেয় ৪ হাজার ১৮২ জন। । এর মধ্যে ৩ হাজার ৭৬৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন ছাত্রী এবং ৬৪ জন ছাত্র। জিপিএ-৫ এ মেয়েরা পিছিয়ে থাকলেও এগিয়ে রয়েছে পাসের হারের দিক থেকে। মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৭৩ এবং ছেলেদের পাসের হার ৮২ দশমিক ২১ ভাগ।  
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ