ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল ৮ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
শাবিপ্রবিতে ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল ৮ জানুয়ারি

সিলেট (শাবিপ্রবি): ‘গুগল অর গুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৮। আগামী ৮ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সিলেট শাখার সমন্বয়ক শ্রী দেবর্ষি শ্রীবাস দাস এ তথ্য জানান।

তিনি বলেন, ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে এ উৎসব শুরু হবে।

উৎসবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ড. হিমাদ্রী শেখর রায় প্রমুখ।  

এতে মূল বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) –এর কলকাতার সভাপতি অনঙ্গমোহন দাস।

দেবর্ষি বলেন, গুগলের ওপর অতি নির্ভরতা কমিয়ে সঠিক ব্যবহার এবং বেদের আলোকে জীবন পরিচালনা করতে ধর্মীয় গুরুদের অনুসরণে যুবসমাজকে উৎসাহিত করতেই এ আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট ইসকন সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাবাবত করুণা দাস, দেবামৃত নিতাই দাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ