ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি ক্যাম্পাসে দর্শনার্থী নিষেধাজ্ঞা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
জাবি ক্যাম্পাসে দর্শনার্থী নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে দর্শনার্থীদের ক্যাম্পাস পরিদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষা সফর, অতিথি পাখি দর্শন ও শুটিংসহ এ ধরনের সব অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া নির্বাচনের দিন সকাল ৮টা থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন কলা ও মানবিকি অনুষদ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেজিস্ট্রার।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ