ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

নোয়াখালীতে স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
নোয়াখালীতে স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার প্রবর্তক ও পৃষ্ঠপোষকতা করেন- নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম মামুন।

৫ জানুয়ারি একলাসপুর উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ