ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির রোকেয়া হল থেকে নেশাগ্রস্ত যুবক আটক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ঢাবির রোকেয়া হল থেকে নেশাগ্রস্ত যুবক আটক রোকেয়া হল থেকে আটক যুবক/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল থেকে নেশাগ্রস্ত এক যুবককে আটক করা হয়েছে।
 

বুধবার (২০ ডিসেম্বর) রাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

হল ও প্রক্টরিয়াল টিম সূত্র জানায়, আটক যুবকের গ্রামের বাড়ি ফরিদপুরে।

তিনি হেরোইন সেবন করে রোকেয়া হলে ঢুকে পড়েন। পরে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

জানতে চাইলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা (এসআই) সাহেব আলী বাংলানিউজকে বলেন, সে নেশা করে রোকেয়া হলের পূর্বপাশ দিয়ে ভিতরে প্রবেশ করে। পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে ধরে আমার কাছে দেন। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাচ্ছি।

ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে উত্তর দেয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।