ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
হাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় ১৮টি এজেন্ডায় আলোচনায় হয়।  

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ৩ জনকে রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক ওই ৩টি পদের প্রার্থী ছিলেন।  

ভোটে সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম ৪২ ভোট, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মো. মিজানুর রহমান ৩৯ ভোট ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।  

অন্যদিকে ভোটে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. রুহুল আমিন ২২ ভোট, পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সাইফুর রহমান ১৭ ভোট এবং রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজিম উদ্দিন ১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

একাডেমিক কাউন্সিলে মোট ৫৮ জন সদস্য ভোট প্রয়োগ করেন, এর মধ্যে একটি ভোট বাতিল হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।