ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস মহান বিজয় দিবস উদযাপন, (ছবি: বাংলানিউজ)

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানান কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলার পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন একইভাবে শ্রদ্ধা জানায়।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সাড়ে ৯টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোর প্রতিযোগিতা, বেলা ১১টায় প্রীতি ভলিবল খেলা, দুপুর দেড়টায় দোয়া ও প্রার্থনা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ