ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১১৩ স্কুলের পরীক্ষা স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১১৩ স্কুলের পরীক্ষা স্থগিত

মুন্সীগঞ্জ: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বাংলা পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বাংলা পরীক্ষাটি স্থগিত করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাংলা পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে জেলা প্রশাসক এ সিদ্ধান্ত নেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বাংলানিউজকে জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে এ পরিক্ষাটি গ্রহণ করা হবে এবং পরবর্তী পরিক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক সায়লা ফারজানা বাংলানিউজকে জানান, সোমবার (১১ ডিসেম্বর) রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। যার জন্য পরিক্ষা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।