ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ পুরস্কার পেলো শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
‘ডিজিটাল ওয়ার্ল্ড’ পুরস্কার পেলো শাবিপ্রবি

শাবিপ্রবি: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে (আইসিটি) উল্লেখযোগ্য অবদান রাখায় প্রথমবারের মতো ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ পুরস্কার পেলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী।  

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ জানান, আইসিটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শাবিপ্রবিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।