ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত সাতটি কলেজের প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের স্নাতক ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ১১ টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে এ ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

পরীক্ষার্থীরা www.7college.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।

কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদসহ তিন ইউনিটে ৩২ হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার।

শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরবর্তী কার্যক্রম ও ১৪ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম স্ব স্ব কলেজের নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

ফল প্রকাশের সময় সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।