ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির সাত কলেজে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
 ঢাবির সাত কলেজে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) এবং পাস কোর্সে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাণিজ্য ইউনিটে ৮ হাজার ৭৮৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা প্রায় ২২ হাজার  ১০৩ জন।

পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে- ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ।

 বিজ্ঞান ইউনিটে ৮ হাজার ৬০০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা প্রায় ২৭ হাজার ১২৬ জন। এ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে ওই প্রেসবিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসকেবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।